Logo
Logo
×

জাতীয়

জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতাদের নেতৃত্বে নতুন এক ছাত্রসংগঠন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৯ পিএম

জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতাদের নেতৃত্বে নতুন এক ছাত্রসংগঠন

ছবি : সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতাদের নেতৃত্বে নতুন এক ছাত্রসংগঠন গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জুলাই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই অভ্যুত্থানের চেতনা থেকেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন, যা কোনো মূল রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকবে না। সংগঠনটির মূল আদর্শ হবে "স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট"।

আবু বাকের মজুমদার বলেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন মতাদর্শের শিক্ষার্থীরা অংশ নিয়েছিল। তবে নতুন ছাত্রসংগঠনটি স্বতন্ত্র হবে এবং জুলাই অভ্যুত্থানের দুটি প্রধান অঙ্গীকার— ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত— বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করবে।"

সংগঠনের লক্ষ্য সম্পর্কে তিনি আরও জানান, "বর্তমান ফ্যাসিবাদী ব্যবস্থায় ছাত্র সংসদগুলো কুক্ষিগত ছিল। নতুন রাজনৈতিক বন্দোবস্তে তা বিলোপ করা হবে। শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আদর্শিক রাজনীতির পরিবেশ তৈরি করাই আমাদের উদ্দেশ্য।"

সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশের তারিখ ও নাম এখনো চূড়ান্ত হয়নি। জনমত জরিপ ও কর্মসূচির ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গণসংযোগ চালিয়ে নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এদিকে, চলতি মাসের শেষ সপ্তাহে জুলাই অভ্যুত্থানের নেতাদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে পারে বলে জানা গেছে। সংবাদ সম্মেলনে আবু বাকের মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল কাদের, রিফাত রশীদসহ আরও অনেকে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন