Logo
Logo
×

জাতীয়

কুয়েটে হামলার প্রতিবাদে ঢাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৭ পিএম

কুয়েটে হামলার প্রতিবাদে ঢাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

ছবি : সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ভিসি চত্বর ঘুরে এসে রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সংগঠনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক জাকির হোসেন মঞ্জু বলেন, "যদি কেউ ছাত্রলীগের মতো আচরণ করতে চায় এবং আমাদের ভাইদের ওপর হামলা চালায়, তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার রাজপথে নামবে। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী কায়দার হামলা চলবে না।"

সংগঠনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, "জুলাই-আগস্টে আমাদের ওপর যে নিপীড়ন চলেছিল, তা আবার ফিরে এসেছে। কেউ যদি ছাত্রলীগের স্টাইলে হামলা চালানোর চেষ্টা করে, তবে আমরা তা প্রতিহত করব। ৫ আগস্টের পর আমরা আর জাহেলি আমলে ফিরে যেতে চাই না।"

তিনি আরও বলেন, "আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ৫ আগস্টের পর দেশের প্রতিটি মানুষের জান-মাল সুরক্ষিত থাকবে। কারও ওপর হামলা বা নিপীড়ন মেনে নেওয়া হবে না। যারা আবারও সহিংস রাজনীতি ফিরিয়ে আনতে চায়, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব।"

সমাবেশে বক্তারা বলেন, "জুলাই-আগস্টে যেসব শিক্ষার্থী শহিদ হয়েছেন, তাদের রক্তের দায় আমাদের ওপর বর্তায়। আমরা কারও সঙ্গে আপস করব না এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াব।"

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন