Logo
Logo
×

জাতীয়

ঢাবিতে পাল্টাপাল্টি বিক্ষোভ ছাত্রদল-বৈষম্যবিরোধীদের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৪ পিএম

ঢাবিতে পাল্টাপাল্টি বিক্ষোভ ছাত্রদল-বৈষম্যবিরোধীদের

ছবি : সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) মঙ্গলবার সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এই ঘটনার জেরে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার পৃথক বিবৃতিতে ঢাবিতে বিক্ষোভের ডাক দেয় উভয় সংগঠন। এতে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দিয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানায়, “ছাত্রদলের সন্ত্রাস, রুখে দাঁড়াও ছাত্র সমাজ।” তারা সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়।

অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামীর স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, কুয়েটে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে শিবির ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা।

তাদের অভিযোগ, ৫ আগস্টের পর গুপ্ত সংগঠন ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে হামলা চালাচ্ছে এবং ফ্যাসিবাদী কায়দা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন কুয়েটে সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

তারা রাত ৮টায় ঢাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দেন, যা টিএসসি থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এর আগে কুয়েটে বেলা ৩টা থেকে সংঘর্ষ শুরু হয়, যেখানে এখন পর্যন্ত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বর্তমানে ঢাবিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন