Logo
Logo
×

জাতীয়

এনবিআরের তদন্তে নতুন তথ্য

এস আলমের অ্যাকাউন্টে ২ লাখ ৪২ হাজার কোটি টাকার লেনদেন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৩ এএম

এস আলমের অ্যাকাউন্টে ২ লাখ ৪২ হাজার কোটি টাকার লেনদেন

আলোচিত ব্যবসায়ী মো. সাইফুল আলম

আলোচিত ব্যবসায়ী মো. সাইফুল আলম (এস আলম) ও তার পরিবারের কর ফাঁকির তদন্তে ২ লাখ ৪২ হাজার কোটি টাকার লেনদেনের তথ্য উদঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

সিআইসির মহাপরিচালক আহসান হাবিব জানান, ব্যাংক খাতে এস আলমের 'লুটপাটের' সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, এই বিপুল পরিমাণ লেনদেনের তথ্য সংরক্ষণ করতে ১০টি কম্পিউটারে সাতজন কর্মকর্তা এক মাস ধরে তথ্য এন্ট্রি করেও শেষ করতে পারেননি। এর মধ্যে ৩৬ হাজার কোটি টাকা পাঁচ বছর ধরে ব্যাংকে স্থিতি ছিল, যা ৩০ জুন পর্যন্ত হিসাব করা হয়েছে। ৬ হাজার ৭৮১ কোটি টাকা সুদের মাধ্যমে অর্জিত হয়েছে, যা উপস্থাপন করা হয়নি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে রাজস্ব ভবনে 'কর ফাঁকি ও মানি লন্ডারিং প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি' শীর্ষক কর্মশালায় এসব তথ্য প্রকাশ করেন আহসান হাবিব। তিনি আরও জানান, এস আলমের দুই ছেলে জালিয়াতির মাধ্যমে ৫০০ কোটি টাকা 'কালো টাকা সাদা' করেছেন এবং এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যাংক জালিয়াতিতে সহায়তা করেছে।

তদন্তে উঠে এসেছে, এসআইবিএলের পটিয়া শাখায় ২১ ডিসেম্বর একটি পে অর্ডার ইস্যু করা হয়, যা পরে ক্লিয়ারিং করা হয়। অথচ আইনত এই প্রক্রিয়ার সময়সীমা শেষ হয়েছে ৩০ জুন। তিনি অভিযোগ করেন যে ব্যাংকটি পুরনো তারিখে পে অর্ডার ইস্যু করেছে, যা মূলত ব্যাংকের হেড অফিস থেকে অনুমোদিত হয়েছে।

এনবিআর চেয়ারম্যান ম. আবদুর রহমান খান ব্যাংক কর্মকর্তাদের সতর্ক করে বলেন, আপনারা যারা ট্যাক্স অথরিটিকে সহায়তা করবেন না, তারা ডিফল্ট অ্যাসেসি হিসেবে গণ্য হবেন এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি আরও বলেন, ব্যাংক কর্মকর্তারা অতিরিক্ত চার্জ কাটেন, কিন্তু কর ফাঁকির তদন্তে সহযোগিতা করতে চান না। ভবিষ্যতে এনআইডি নম্বর ব্যবহার করে তথ্য পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সিআইসির মহাপরিচালক জানান, ব্যাংক খাতে অনিয়মের বিষয়ে আরও তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন