Logo
Logo
×

জাতীয়

সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ছয় এএসপি চাকরিচ্যুত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৭ পিএম

সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ছয় এএসপি চাকরিচ্যুত

ছবি : সংগৃহীত

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের ছয়জন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) চাকরি থেকে অপসারণ হয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

চাকরি হারানো কর্মকর্তারা হলেন— মো. আশরাফউজ্জামান, মানস কীর্ত্তনীয়া, শান্তু রায়, মো. সোহেল রহমান, কাজী ফাইজুল করীম ও সঞ্জীব দেব।

সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪০তম ব্যাচের এই শিক্ষানবিশ কর্মকর্তাদের বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর ধারা ৬(২)(এ) অনুযায়ী সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে এ আদেশ কার্যকর করা হয়েছে।

এর আগে, ১৯ নভেম্বর ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছিল।

এছাড়া, গত ২১ অক্টোবর ও ৪ নভেম্বর বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম এসআই ক্যাডেট ব্যাচের মোট ৩১৩ জন প্রশিক্ষণার্থী উপপরিদর্শক (এসআই)-কে বরখাস্ত করা হয়। তাদের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিল।

এরপর ১৮ নভেম্বর একই কারণে আরও তিনজন শিক্ষানবিশ উপপরিদর্শককে (এসআই) চাকরি থেকে বরখাস্ত করা হয়। পুলিশ একাডেমি কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন