Logo
Logo
×

জাতীয়

রমজানকে সামনে রেখে লেবুর দাম আকাশছোঁয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৩ পিএম

রমজানকে সামনে রেখে লেবুর দাম আকাশছোঁয়া

ছবি : সংগৃহীত

আসন্ন রমজান মাসকে ঘিরে বাজারে সক্রিয় হয়ে উঠেছেন অসাধু ব্যবসায়ীরা। রোজায় লেবুর চাহিদা বাড়ার সুযোগ নিয়ে ইতোমধ্যেই পণ্যটির দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। রাজধানীর বিভিন্ন বাজারে এখন প্রতি পিস লেবু বিক্রি হচ্ছে ২০ টাকায়, আর প্রতি হালি ৮০ টাকায়।

ভোক্তাদের অভিযোগ, মাত্র এক সপ্তাহ আগেও ২০ টাকায় একটি হালির (চারটি) লেবু পাওয়া যেত, যেখানে প্রতিটি লেবুর দাম ছিল ৫ টাকা। এখন সেই একই লেবুর দাম বেড়ে প্রায় তিনগুণ হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকার বাজার ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগেও যে লেবু ২০-৩০ টাকায় হালি বিক্রি হচ্ছিল, সেটি এখন ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ শফিউল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, "রমজানের এখনো ৭-৮ দিন বাকি, এর মধ্যেই ব্যবসায়ীরা লেবুর দাম কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন। আগের সপ্তাহে ২০-৩০ টাকায় যে হালি কিনেছি, আজ সেটার দাম ৭০-৮০ টাকা! এই বাজারের অবস্থা রোজার আগের দিনগুলোতে কোথায় গিয়ে দাঁড়াবে, তা ভাবতেই ভয় লাগছে। সরকারের উচিত বাজার মনিটরিং আরও কঠোর করা।"

দাম বৃদ্ধির ফলে বিক্রির পরিমাণও কমে গেছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। তাদের দাবি, পাইকারি বাজার থেকেই লেবুর দাম বেড়ে গেছে, ফলে বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

এক সবজি বিক্রেতা মো. রাসেল মিয়া বলেন, "পাইকারি বাজারেই দাম বেড়ে গেছে। আমরা বেশি দামে কিনছি, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। পাইকারিতে দাম কমলে আমরাও কম দামে বিক্রি করবো।"

আরেক বিক্রেতা মো. রাব্বি বলেন, "রমজান আসলে সব সময় লেবুর দাম বাড়ে, তবে এবার রোজার এক সপ্তাহ আগেই দাম বেড়ে গেছে। এখন লেবুর মৌসুমও না, সেটিও একটি কারণ। রোজায় দাম আরও বাড়তে পারে।"

ভোক্তারা মনে করছেন, বাজারে নজরদারি না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়িয়ে দিচ্ছেন। তারা সরকারের প্রতি দ্রুত বাজার মনিটরিং জোরদার করার আহ্বান জানিয়েছেন, যাতে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন