Logo
Logo
×

জাতীয়

দেশের অব্যবস্থাপনা কাটিয়ে উঠতে সময় লাগবে: নৌ-পরিবহন উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৬ পিএম

দেশের অব্যবস্থাপনা কাটিয়ে উঠতে সময় লাগবে: নৌ-পরিবহন উপদেষ্টা

ছবি : সংগৃহীত

বিগত ১৭ বছরের অব্যবস্থাপনা ও অনিয়ম মাত্র ১৫ মাসে দূর করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে "ইজিআইএমএনএস" প্রকল্পের লাইট হাউজ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, "যেভাবে রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে ফেলে একটি সরকার পালিয়েছে, তা পুনর্গঠনে সময় লাগবে। আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে কাজ করছি।"

রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভেঙে দিতে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন,

"বর্তমানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রয়েছে। রমজানে প্রচুর খেজুর, ছোলা বিভিন্ন দেশ থেকে আসছে। তবে আমাদের দেশের ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করে। প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে, যেনো এসব সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়। আমি এ বিষয়ে কঠোর অবস্থানে আছি।"

পরিদর্শন শেষে তিনি নিঝুমদ্বীপের স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। তিনি মন্তব্য করেন, নিঝুমদ্বীপ দেশের পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন