Logo
Logo
×

জাতীয়

দেশব্যাপী নিরাপত্তা জোরদার : চুরি-ছিনতাই ও অপরাধ দমনে অভিযানে র‌্যাব

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৩ এএম

দেশব্যাপী নিরাপত্তা জোরদার : চুরি-ছিনতাই ও অপরাধ দমনে অভিযানে র‌্যাব

ছবি : সংগৃহীত

সাম্প্রতিক সময়ে দেশে চুরি, ছিনতাই, খুন ও ডাকাতি প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।

শনিবার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে র‌্যাবের টহল ও চেকপোস্ট পরিদর্শনকালে তিনি জানান, অপরাধ দমনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে র‌্যাব সারাদেশে অভিযান চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। এসব অপরাধ রুখতে র‌্যাব ফোর্সেস রোবাস্ট প্যাট্রোলিং, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।

তিনি আরও জানান, রাজধানীসহ বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন, অতিরিক্ত টহল, এবং সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। ইতোমধ্যে ১০ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ১৮০ জন আসামিকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

সম্প্রতি মোহাম্মদপুর ও আদাবরসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে র‌্যাব সক্রিয় ভূমিকা পালন করছে। আলোচিত ‘কবজি কাটা’ গ্রুপের প্রধান আনোয়ারসহ একাধিক শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব মহাপরিচালক জানান, সারাদেশে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন