Logo
Logo
×

জাতীয়

চলতি বছরের ডিসেম্বরকে লক্ষ্য করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৫ পিএম

চলতি বছরের ডিসেম্বরকে লক্ষ্য করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন

ছবি : সংগৃহীত

চলতি বছরের ডিসেম্বরকে লক্ষ্য করে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, তফসিল ঘোষণা করার আগে এটি সঠিক সময়ে করা হবে। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে তিনি উল্লেখ করেন, নির্বাচন কমিশন কারও মুখাপেক্ষী হবে না এবং দ্রুত জাতীয় নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল তাগিদ দিচ্ছে। ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার কমিশনের প্রস্তাব অনুযায়ী, জুনের মধ্যে ভোট আয়োজনের বিষয়টি এখনও পরিষ্কার হয়নি। আইন সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন করতে কিছু সময় লাগবে এবং ঐকমত্যে পৌঁছালে প্রস্তুতির জন্য সময় দরকার।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন