Logo
Logo
×

জাতীয়

পতাকাবিহীন গাড়িতে যমুনা ছাড়লেন নাহিদ, পদত্যাগের গুঞ্জন জোরদার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৮ পিএম

পতাকাবিহীন গাড়িতে যমুনা ছাড়লেন নাহিদ, পদত্যাগের গুঞ্জন জোরদার

ছবি : সংগৃহীত

উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। রোববার (২৩ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় যান তিনি। তখন তার গাড়ির ফ্ল্যাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা লাগানো ছিল।

কিন্তু যমুনা থেকে বের হওয়ার সময় তার গাড়িতে জাতীয় পতাকা দেখা যায়নি, যা পদত্যাগের গুঞ্জন আরও উসকে দিয়েছে।

তবে রাত ৮টা ১০ মিনিটে সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার-এর সঙ্গে কথা বলার সময় নাহিদ ইসলাম স্পষ্ট জানান, তিনি এখনো পদত্যাগ করেননি।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, "নাহিদ ইসলাম আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন, এটুকুই আমরা জানি। তথ্য উপদেষ্টা ছাড়াও আরও কয়েকজন উপদেষ্টা সাক্ষাৎ করেছেন। আমরা এটি নিয়মিত সাক্ষাৎ হিসেবেই দেখছি।"

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন