Logo
Logo
×

জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের পদযাত্রা, পুলিশের বাধা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৪ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের পদযাত্রা, পুলিশের বাধা

ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারা দেশে ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের আয়োজিত গণপদযাত্রা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হয়। তবে, টিএসসি পার হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়ার পথে শিক্ষা ভবনের সামনে পুলিশ পদযাত্রাটি আটকে দেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়।

গণপদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, "গণঅভ্যুত্থানের পর নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। নারীদের বিরুদ্ধে অপরাধের যে অবস্থা চলছে, তাতে ঘরে বসে থাকার সুযোগ নেই। এমনকি ঘরেও নিরাপদ থাকা সম্ভব নয়। তাই আমরা রাজপথে নেমেছি।"

তারা আরও বলেন, "স্বরাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। গতকালই একজনকে বাসার সামনে গুলি করা হয়েছে, অথচ পুলিশ কার্যকর ভূমিকা নিচ্ছে না। ফলে নারীসহ কেউ নিরাপদ নয়। আমরা চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন।"

এর আগে, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দুপুর ২টা ১৫ মিনিটে আন্দোলনকারীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। তাদের দাবিগুলো হলো:

  • জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ
  • সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ
  • অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচার
  • সংশ্লিষ্ট আইনগুলোর যৌক্তিক সংস্কার
  • শিক্ষার্থীরা জানান, তারা ন্যায়বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন