Logo
Logo
×

জাতীয়

অভিযানে গাফিলতি পেলে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৮ পিএম

অভিযানে গাফিলতি পেলে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অভিযানের সময় কোনো বাহিনীর সদস্যের গাফিলতি পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে পিলখানার শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "এখানে কাউকে ছাড় দেওয়া হবে না—সে পুলিশ হোক, বিজিবি হোক, র‌্যাব হোক, আনসার বা কারা অধিদপ্তর হোক। যদি কেউ দায়িত্বে গাফিলতি করে, তবে তাদের আইনের আওতায় আনা হবে।"

গতরাত থেকে চলমান অভিযানের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, "সফলতা বা ব্যর্থতা আপনারা (সাংবাদিকরা) মূল্যায়ন করবেন। আমরা যেভাবে অভিযান সাজিয়েছি, যদি কোনো বাহিনীর সদস্যের মধ্যে গাফিলতি থাকে, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।"

চলমান অভিযানের সর্বশেষ আপডেট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "আমি তো ভেবেছিলাম, আপডেট আপনারা দেবেন। আপনারা সত্য সংবাদ প্রচার করুন, আমরা তার ভিত্তিতে ব্যবস্থা নেব।"

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন