Logo
Logo
×

জাতীয়

পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৫ পিএম

পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম

ছবি : সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নামে দুটি সংগঠন একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছে, যার নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম। এ কারণেই তিনি উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। আগামী ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এই দলের আত্মপ্রকাশ ঘটবে বলে জানা গেছে।


গত কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে গুঞ্জন চলছিল যে, নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন একটি দল গঠিত হতে যাচ্ছে। তিনি নিজেও একাধিকবার জানিয়েছেন, নতুন দলে যোগ দিতে উপদেষ্টার পদ ছাড়বেন। অবশেষে সেই ঘোষণা বাস্তবে রূপ নিল।

১৯৯৮ সালে ঢাকায় জন্ম নেওয়া নাহিদ ইসলামের ডাকনাম ‘ফাহিম’। তার বাবা একজন শিক্ষক। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে মাস্টার্স সম্পন্ন করেন। তার ছোট একটি ভাই রয়েছে এবং ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।

এ বছরের জুলাই মাস পর্যন্ত নাহিদ ইসলাম রাজনৈতিক অঙ্গনে ততটা পরিচিত ছিলেন না। তবে জুলাইয়ের মাঝামাঝি সময়ে তাকে অপহরণ করা হলে দেশব্যাপী তিনি আলোচনায় আসেন। কোটাবিরোধী আন্দোলন ঘিরে তাকে দুইবার আটক করা হয় এবং নির্যাতনের শিকারও হতে হয়।

এরপর ছাত্র-জনতার ব্যাপক গণআন্দোলনের মাধ্যমে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। তিন দিন পর, ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যেখানে নাহিদ ইসলাম উপদেষ্টার দায়িত্ব পান।

পদত্যাগের মাধ্যমে তিনি এখন নতুন রাজনৈতিক অধ্যায়ের দিকে এগোচ্ছেন, যা আগামী দিনে দেশের রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন