Logo
Logo
×

জাতীয়

রমজানে ব্যাংকের নতুন সময়সূচি নির্ধারণ

Icon

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৫ পিএম

রমজানে ব্যাংকের নতুন সময়সূচি নির্ধারণ

ছবি : সংগৃহীত

পবিত্র রমজান মাসে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। তবে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ব্যাংকের নতুন সময়সূচি

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজানে ব্যাংকের অফিস সময় সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন কার্যক্রম অব্যাহত রাখা যাবে।

বর্তমানে ব্যাংক অফিস সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত এবং লেনদেন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে। তবে রোজার শুরু থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।

সরকারি অফিসের সময়সূচি

এর আগে, পবিত্র রমজান মাসে সরকারি অফিসের নতুন সময়ও নির্ধারণ করা হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি ও আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য এই সময়সূচি প্রযোজ্য হবে।

তবে, আদালতসহ বিশেষ ব্যবস্থাপনায় পরিচালিত প্রতিষ্ঠান ও জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো (ব্যাংক, বিমা, রেলওয়ে, হাসপাতাল, ডাক, কলকারখানা ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান) জনস্বার্থ বিবেচনায় নিজেদের সময়সূচি নির্ধারণ করবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন