Logo
Logo
×

জাতীয়

দেশবাসীকে সেনাপ্রধানের সতর্কবার্তা: জাতীয় ঐক্যের আহ্বান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৭ পিএম

দেশবাসীকে সেনাপ্রধানের সতর্কবার্তা: জাতীয় ঐক্যের আহ্বান

ছবি : সংগৃহীত

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশবাসীকে সতর্ক করে বলেছেন, "আপনারা যদি ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ না করেন, যদি নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, মারামারি-কাটাকাটি করেন, তাহলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে।"

তিনি মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পিলখানায় ২০০৯ সালে সংঘটিত হত্যাকাণ্ডে শহীদ সেনা অফিসারদের স্মরণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, "আমরা নিজেদের মধ্যে হানাহানিতে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্‌গার করছি। এর ফলে অপরাধীরা সুযোগ নিচ্ছে। তারা জানে যে, এই অরাজক পরিস্থিতির মধ্যে অপরাধ করেও পার পাওয়া সম্ভব।"

তিনি বলেন, "যদি আমরা সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে সম্মিলিতভাবে এসব অপরাধ মোকাবিলা করা সম্ভব।"

পুলিশ, র‍্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই—এসব সংস্থার ভূমিকাকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে সেনাপ্রধান বলেন, "দেশের স্থিতিশীলতা রক্ষায় তারা অতীতে অসংখ্য ভালো কাজ করেছে। আমরা চাই না যে, কয়েকটি খারাপ ঘটনার জন্য এসব সংস্থা আন্ডারমাইন্ড (অবমূল্যায়ন) হোক।"

"পুলিশ সদস্যরা কাজ করছে না, কারণ তাদের অনেকের বিরুদ্ধে মামলা চলছে, অনেকেই জেলে আছেন। আইনশৃঙ্খলা বাহিনীগুলো আতঙ্কিত।"

"অবশ্যই দোষীদের শাস্তি দিতে হবে, তবে সেটা এমনভাবে করতে হবে যেন এই প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নষ্ট না হয়।"

সেনাপ্রধান বলেন, "আমরা একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগোচ্ছি। ড. ইউনূস দেশকে একত্রিত রাখতে যথাসাধ্য চেষ্টা করছেন। আমাদের সবাইকে তাকে সাহায্য করতে হবে, যাতে তিনি সফল হন।"

তিনি আরও বলেন, "মতের বা চিন্তা-চেতনার ভিন্নতা থাকতে পারে, কিন্তু দিনশেষে দেশ ও জাতির স্বার্থে আমাদের এক থাকতে হবে। নাহলে আমরা আরও বড় সমস্যায় পড়ব।"

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, "সেনাবাহিনীকে আক্রমণ করবেন না। আমি সেনাপ্রধান, আমি কি করেছি যে আমার প্রতি বিদ্বেষ? আমাদের সাহায্য করুন, আমাদের অনুপ্রাণিত করুন, ভালো উপদেশ দিন, আমরা গ্রহণ করব। আমরা দেশ ও জাতিকে এগিয়ে নিতে চাই।"

"আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন না যে আমি সতর্ক করিনি। আপনারা যদি ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করেন, তাহলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে।"

"আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। সবাই যেন শান্তিতে থাকতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।"

সেনাপ্রধানের বক্তব্য স্পষ্ট—জাতীয় ঐক্য বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব সবার। দেশকে অস্থিতিশীলতা থেকে রক্ষা করতে হলে দল-মত নির্বিশেষে একসঙ্গে কাজ করতে হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন