Logo
Logo
×

জাতীয়

হজযাত্রীদের সেবায় ‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৫ পিএম

হজযাত্রীদের সেবায় ‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় বক্তব্য দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি

হজযাত্রাকে সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন করতে ‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ চালুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত জাতীয় হজ ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এই নির্দেশ দেন।

প্রধান উপদেষ্টা বলেন, “একজন হজযাত্রীও যেন ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে।” এজেন্সিগুলোর দায়িত্ব স্পষ্টভাবে নির্ধারণ করে বুকলেট ও অনলাইন মাধ্যমে প্রকাশের নির্দেশও দেন তিনি।  

সভায় তিনি হজযাত্রীদের জন্য কল সেন্টার ও বিশেষ ওয়েবসাইট চালুর নির্দেশনা দেন, যাতে হারিয়ে যাওয়া বা অন্যান্য সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করা যায়।** হজ ব্যবস্থাপনার অভিযোগ মনিটরিং, দায়িত্বহীন এজেন্সির লাইসেন্স বাতিল, ভিডিও গাইডলাইন তৈরির নির্দেশনাও দেন তিনি।  

এছাড়া ‘হজ ক্রেডিট কার্ড’ চালু ও লাগেজ ব্যবস্থাপনায় ট্যাগ কপি রাখার প্রস্তাব** দেন, যা হজযাত্রীদের আর্থিক লেনদেন ও মালপত্র সংরক্ষণে সহায়ক হবে।  

সভায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন