Logo
Logo
×

জাতীয়

রমজানের প্রথম দিন থেকেই ভেজালবিরোধী অভিযান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৬ পিএম

রমজানের প্রথম দিন থেকেই ভেজালবিরোধী অভিযান

ছবি : সংগৃহীত

আসন্ন রমজানের প্রথম দিন থেকেই ভেজালবিরোধী অভিযান পরিচালনা করবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীতে প্রতিদিন ৩টি এবং জেলা-উপজেলায় ১টি করে মোবাইল কোর্ট পরিচালিত হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সংবাদ সম্মেলনে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এ তথ্য জানান। তিনি বলেন, অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হবে।

ইফতার ও সেহরির খাদ্যপণ্যে ভেজালের প্রমাণ

বিএসটিআই খোলা বাজার থেকে ৭৩৭টি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করেছে, যার মধ্যে ৫৫৯টি পরীক্ষার পর ৪৭টি নিম্নমানের পণ্য শনাক্ত হয়েছে।

মানহীন পণ্যের তালিকায় রয়েছে:

প্রাণীজ ঘি

ফ্রুটস ড্রিংক

লবণ

সরিষার তেল

মুড়ি

লাচ্ছা সেমাই

মসলা

গত চার মাসে ৪৭১টি মোবাইল কোর্ট পরিচালিত

শিল্প উপদেষ্টা জানান, গত চার মাসে ৪৭১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে ৪২৮টি মামলা হয়েছে, তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ২৩টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

রমজানে খাদ্যপণ্যে ভেজাল রোধে এবার আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন