Logo
Logo
×

জাতীয়

জাতিসংঘ মহাসচিবের চিঠি পেলেন প্রধান উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৬ পিএম

জাতিসংঘ মহাসচিবের চিঠি পেলেন প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি পাঠিয়েছেন। চিঠিটি মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে।

এর আগে প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবকে একটি চিঠি পাঠান, যার জবাবে গুতেরেস বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়ার প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, চিঠিতে জাতিসংঘ মহাসচিব লিখেছেন—

"৪ ফেব্রুয়ারি আপনার পাঠানো চিঠির জন্য আপনাকে ধন্যবাদ, যা ৭ ফেব্রুয়ারি রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক আপনার প্রতিনিধি খলিলুর রহমান আমার কাছে পৌঁছে দিয়েছেন। আমি বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দৃঢ় সংহতি এবং আপনার নেতৃত্বে সংস্কার প্রক্রিয়ার প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করতে চাই।"

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশসহ এই অঞ্চলে রোহিঙ্গা সংকটের প্রভাব এবং রাখাইনে মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন। এই সংকট মোকাবিলায় কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন গুতেরেস।

চিঠিতে জাতিসংঘ মহাসচিব উল্লেখ করেছেন, তিনি মার্চে বাংলাদেশ সফরের সময় মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনাকে আরও এগিয়ে নিতে চান।

এই চিঠির মাধ্যমে বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘের সমর্থন আরও স্পষ্ট হয়েছে বলে মনে করা হচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন