Logo
Logo
×

জাতীয়

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিলেন জুলাই আন্দোলনে আহতরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৬ পিএম

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিলেন জুলাই আন্দোলনে আহতরা

ছবি : সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মিছিল নিয়ে তারা সেখানে এসে সড়কে বসে পড়েন এবং উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তার দাবিতে স্লোগান দিতে থাকেন।

সরেজমিনে দেখা গেছে, আন্দোলনকারীরা উপদেষ্টার কার্যালয়ের গেটের সামনের সড়কে বসে আছেন। তাদের ঘিরে রেখেছে পুলিশ, এপিবিএন ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা।

অবস্থান নেওয়া ব্যক্তিরা জানান, জুলাই-আগস্ট আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। তাদের প্রধান দাবি—

  • আহতদের ক্যাটাগরি বিন্যাসে বৈষম্য দূর করা
  • শহীদ পরিবারের পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা
  • সরকারি নির্দেশনা স্পষ্ট না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া

এর আগেও আহতরা রাজধানীর শ্যামলী, শাহবাগ এবং উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছিলেন।

আন্দোলনকারীরা স্পষ্ট বার্তা দিয়েছেন যে, তাদের দাবি পূরণ না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন