Logo
Logo
×

জাতীয়

আন্দোলনকারীদের অনড় অবস্থান: দাবি মানা না হলে রাস্তা অবরোধের হুঁশিয়ারি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৪ পিএম

আন্দোলনকারীদের অনড় অবস্থান: দাবি মানা না হলে রাস্তা অবরোধের হুঁশিয়ারি

ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা তাদের তিন দফা দাবির বিষয়ে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪৫ মিনিট থেকে তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান করছেন।

আন্দোলনকারীদের দাবি

আন্দোলনকারীরা তিনটি মূল দাবি উত্থাপন করেছেন—

  • আহত ও শহীদ পরিবারের সদস্যদের মাসিক ভাতার আওতায় আনা
  • আহতদের তালিকা প্রণয়নে ক্যাটাগরি বৈষম্য দূর করা (বর্তমান তিনটি ক্যাটাগরি বাতিল করে দুটি নির্ধারণ করা)
  • দ্রুত পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করা

আহতদের পক্ষে আন্দোলনের সমন্বয়ক আরমান হোসেন বলেন—

"আমরা এই আন্দোলনের প্রথম সারির যোদ্ধা। আমাদের রক্তের ওপর অন্তর্বর্তী সরকার দাঁড়িয়ে আছে। অথচ দীর্ঘ সময় ধরে অবস্থান করছি, কোনো সমাধান হচ্ছে না।"

"যদি আমাদের দাবি দ্রুত মেনে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া হয়, তাহলে আমরা রাস্তা অবরোধ করবো।"

এর আগে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ আহতদের সঙ্গে কথা বলেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তাদের দাবি পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। তবে আন্দোলনকারীরা এই আশ্বাস প্রত্যাখ্যান করেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তাদের দাবি দ্রুত মেনে নেওয়া না হলে, তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন