Logo
Logo
×

জাতীয়

রমজান ও গরমে লেবুর দাম কয়েকগুণ, ক্রেতাদের অস্বস্তি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৮ পিএম

রমজান ও গরমে লেবুর দাম কয়েকগুণ, ক্রেতাদের অস্বস্তি

ছবি : সংগৃহীত

রমজান এবং গরমের কারণে লেবুর চাহিদা বেড়েছে ভোক্তা পর্যায়ে। এর ফলে রোজার আগে ব্যবসায়ীরা লেবুর দাম কয়েকগুণ বাড়িয়েছেন। গত সপ্তাহেও যেখানে লেবুর দাম ছিল ২০-৩০ টাকা হালি, এখন তা বেড়ে ৬০-৭০ টাকা হয়েছে। আকার-আকৃতি ও জাতভেদে হালিপ্রতি লেবুর দাম ৮০ থেকে ১২০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর নিউমার্কেটের বনলতা কাঁচা বাজারে এমন চিত্র দেখা গেছে। বিক্রেতারা প্রচুর পরিমাণে বিভিন্ন আকারের এবং জাতের লেবু এনেছেন, এর মধ্যে বেশি রয়েছে এলাচি লেবু, কলম্বো এবং কাগজী লেবু। আকৃতির ভিত্তিতে লেবুর দাম নির্ধারণ করা হচ্ছে, বড় আকারের লেবুর দাম বেশি।

বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে বাড়তি দাম দিয়ে লেবু কিনতে হচ্ছে, যার প্রভাব খুচরা বাজারে পড়েছে। রোজা ও গরমের কারণে চাহিদা বেশি হওয়ায় বাজারে অনেক ব্যবসায়ী পর্যাপ্ত লেবু পাননি, যা দাম বৃদ্ধির অন্যতম কারণ।

এক বিক্রেতা রবিউল ইসলাম জানালেন, তিনি ৪ ধরনের লেবু এনেছেন। সবচেয়ে বড় জাতের লেবু কিনতে হালি ১০০ টাকা দিতে হয়েছে। ছোট-মাঝারি আকৃতির লেবুর হালি ৬০ টাকা। সবচেয়ে ছোট লেবুও ১৫ টাকা পিস হিসেবে কিনতে হয়েছে। প্রতিবছরই রোজার শুরুতে এরকম বাড়তি দাম থাকে।

অপর বিক্রেতা আরিফ বিল্লাহ জানালেন, দাম যেমন বেশি মানও ভালো। প্রতিবছরই রোজার আগে দাম বেড়ে যায় এবং শরবতের চাহিদা বাড়ার কারণে দাম আরও বাড়ছে। গত সপ্তাহেও যেই লেবু ৪০ টাকা হালি ছিল, এখন ৮০-৯০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। রোজার মাসজুড়ে এমন দাম থাকবে। পাহাড়ি লেবু বাজারে এলে দাম কমবে।

ক্রেতারা লেবুর বাড়তি দাম নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন। মোমেনা খাতুন নামের এক ক্রেতা জানালেন, রোজার বাজার করতে এসে লেবুর দাম দেখে অবস্থা খারাপ হয়েছে। ভালো মানের লেবুর হালি ৮০ টাকা এবং বড়গুলো ১০০ টাকা চাইছে। বাধ্য হয়ে ৮০ টাকায় এক হালি নিতে হয়েছে। তিনি আরও বলেন, রমজান মাসজুড়ে লেবুর দাম বাড়লে শরবতের জন্য অন্য উপাদান ব্যবহার করতে হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন