Logo
Logo
×

জাতীয়

বেক্সিমকোর কর্মীদের পাওনা পরিশোধে টাকা লাগবে ৫২৫ কোটি ৪৬ লাখ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৩ পিএম

বেক্সিমকোর কর্মীদের পাওনা পরিশোধে টাকা লাগবে ৫২৫ কোটি ৪৬ লাখ

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের লে-অফ হওয়া ১৪টি প্রতিষ্ঠানের ৩৩,২৩৪ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন বাবদ ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা পরিশোধ করবে সরকার। আগামী ৯ মার্চ থেকে এ বেতন বিতরণ শুরু হয়ে রোজার মাঝামাঝি সময়ে শেষ হবে। কর্মীরা চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তাদের বেতন পাবেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, বেক্সিমকোর বন্ধ হওয়া কারখানার ৩১,৬৬৯ জন শ্রমিক এবং ১,৫৬৫ জন কর্মকর্তাকে বেতন পরিশোধ করা হবে। এ জন্য অর্থ বিভাগ তাদের পরিচালন ব্যয় থেকে ৩২৫ কোটি ৪৬ লাখ টাকা এবং শ্রম মন্ত্রণালয় ঋণ হিসেবে বাকি ২০০ কোটি টাকা দেবে।

সাখাওয়াত হোসেন আরও বলেন, আমরা কোনো শ্রমিকের চাকরি হারাতে চাই না, কারণ তাদের পরিবার রয়েছে। একইসঙ্গে, আমরা আশা করি বেক্সিমকোর কর্মকর্তা-কর্মচারীরা এমন কিছু করবেন না যাতে আমাদের কঠোর হতে হয়।

বেক্সিমকোর লে-অফ হওয়া প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ করণীয় নির্ধারণে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে ছয় সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ ব্যাংক, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং বেক্সিমকোর রিসিভারের একজন করে প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসার পরিস্থিতি পর্যালোচনা করে সুপারিশ দিতে গত ২৪ নভেম্বর সাখাওয়াত হোসেনকে আহ্বায়ক করে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছিল সরকার।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন