স্কুল ভর্তিতে জুলাই-আগস্ট অভ্যুত্থান সংশ্লিষ্টদের জন্য কোটা বাতিল, বরাদ্দ থাকবে অতিরিক্ত আসন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০৩:৪৯ পিএম

ছবি : সংগৃহীত
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের জন্য সংরক্ষিত ৫ শতাংশ কোটা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে নতুন আদেশ অনুযায়ী, লটারির জন্য নির্ধারিত আসনের অতিরিক্ত প্রতি শ্রেণিতে ১ জন করে আসন সংরক্ষিত থাকবে।
সোমবার (৩ মার্চ) আগের আদেশ বাতিল করে নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে স্বাক্ষর করেছেন উপসচিব (মাধ্যমিক-১) মোসাম্মৎ রহিমা আক্তার।
নতুন আদেশে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানের ঘটনায় আহত ও শহীদদের পরিবারের সদস্যদের জন্য ভর্তির ক্ষেত্রে প্রতি শ্রেণিতে অতিরিক্ত ১টি করে আসন বরাদ্দ থাকবে। তবে ভর্তির জন্য প্রমাণপত্র/গ্যাজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং মূল কপি জমা দিতে হবে।
যদি আহত বা শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত আসন খালি থাকে, তবে মেধা তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে এবং কোনো অবস্থাতেই আসন শূন্য রাখা যাবে না।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি জারি করা আদেশে মুক্তিযোদ্ধা কোটার মতো জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষণের ঘোষণা দেওয়া হয়েছিল।
এ বিষয়ে জানতে চাইলে উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কোটা বাতিল করা হয়েছে। তবে কে বা কারা সিদ্ধান্ত নিয়েছেন, তা আমি জানি না।’’
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান বলেন, “নতুন সার্কুলারের বিষয়ে আমি কিছু জানি না। আগের সার্কুলার মন্ত্রণালয়ের নির্দেশনায় ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল। তবে সিদ্ধান্ত গ্রহণ ও বাতিলের বিষয়ে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।’’
শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্তকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।