বিদায়বেলায় বেসরকারি শিক্ষকদের সুখবর দিলেন ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৭:৩২ পিএম

বিদায়ী শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য ভাতা বৃদ্ধির সুখবর দিলেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তবে তিনি নির্দিষ্ট পরিমাণ উল্লেখ না করলেও জানিয়েছেন, উৎসব ভাতা, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও বিনোদন ভাতা বাড়ানো হচ্ছে, যা আগামী ঈদুল আজহা থেকে কার্যকর হবে।
বুধবার (৫ মার্চ) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও জানান, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা নিশ্চিত করতে একটি স্থায়ী তহবিল গঠনের কাজ চলছে। তিনি বলেন, "এ বছরই কিছু অংশ তৈরি করা হয়েছে, আগামী বাজেটে আরও বরাদ্দ রাখা হবে। তবে এটি পুরোপুরি বাস্তবায়ন করতে এক-দুই বছর নয়, প্রায় তিন-চারটি বাজেট প্রয়োজন হতে পারে। আশা করছি, ভবিষ্যতে এর সমাধান হবে।"
আজ নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে অধ্যাপক সি আর আবরার শপথ গ্রহণ করেছেন। বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান। পরে তিনি সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যোগ দেন, যেখানে বিদায়ী উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন।
ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এতদিন শিক্ষা ও পরিকল্পনা উভয় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। নতুন উপদেষ্টা নিয়োগের ফলে এখন থেকে তিনি শুধুমাত্র পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।