ডিসেম্বর থেকে মার্চের মধ্যে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১০:৫১ এএম

ছবি : সংগৃহীত
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচনে কারা অংশ নেবে, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের হাতে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা, সেটাও দলটির নিজস্ব সিদ্ধান্ত বলে জানান তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর তিনি ভারতে পালিয়ে যান এবং সেখানেই নির্বাসনে রয়েছেন। তার সরকারের বিরুদ্ধে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বর্তমানে হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং তার দল আওয়ামী লীগের বিচারের দাবি উঠেছে।
ড. ইউনূস জানান, তার সরকারের মূল লক্ষ্য আইনশৃঙ্খলা পুনঃস্থাপন ও অর্থনীতিকে পুনর্গঠন করা। তিনি বলেন, বাংলাদেশ একটি বিধ্বস্ত অর্থনীতি উত্তরাধিকারসূত্রে পেয়েছে এবং দীর্ঘদিনের শাসনের ফলে তা বিপর্যস্ত অবস্থায় রয়েছে।
তিনি বলেন, “যদি দ্রুত সংস্কার সম্পন্ন করা যায়, তাহলে ডিসেম্বরেই নির্বাচন হবে। তবে বেশি সংস্কার প্রয়োজন হলে নির্বাচন মার্চ পর্যন্ত পিছিয়ে যেতে পারে।”
ড. ইউনূস জানান, শেখ হাসিনার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং তার দল আওয়ামী লীগের ভবিষ্যৎও অনিশ্চিত। দলটির সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করলেও, তিনি বলেন, আইনের শাসন বজায় রাখতে থানায় অভিযোগ জানানোই যথাযথ পথ।
বাংলাদেশে মার্কিন সহায়তা কমানোর বিষয়ে তিনি বলেন, এটি দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও দেশীয় সক্ষমতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করবে।
ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে, তবে আগামী নির্বাচনে কারা অংশ নেবে এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে, সেটি সময়ই বলে দেবে।