আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি না, সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০২:০৮ পিএম

ছবি : সংগৃহীত
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার দায়িত্ব গ্রহণের অভিজ্ঞতা, আসন্ন জাতীয় নির্বাচন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও অর্থনৈতিক সংকট নিয়ে কথা বলেছেন।
সাক্ষাৎকারে ড. ইউনূস জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি পরবর্তী সময়ে সরকারপ্রধানের দায়িত্ব নিতে বলা হলে তিনি বিস্মিত হয়েছিলেন। তিনি বলেন, "আমি কখনও ভাবিনি যে, সরকারের নেতৃত্ব দেব। কখনও সরকার পরিচালনার অভিজ্ঞতা ছিল না, তবে পরিস্থিতি বুঝে যথাযথ ব্যবস্থা নিতে হয়েছে।"
তিনি আরও বলেন, সরকার গঠনের পর প্রথম কাজ ছিল আইনশৃঙ্খলা পুনরুদ্ধার ও অর্থনীতি পুনর্গঠন করা।
প্রধান উপদেষ্টা জানান, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তিনি বলেন, "নির্বাচনের সময় নির্ভর করছে আমাদের সংস্কার প্রক্রিয়ার অগ্রগতির ওপর। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য।"
বর্তমানে রাজনৈতিকভাবে কোণঠাসা আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, "নির্বাচনে তারা অংশ নেবে কি না, সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। এটি নির্বাচন কমিশনের বিষয়, সরকারের নয়।"
দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে ড. ইউনূস বলেন, "আমরা এমন এক বিধ্বস্ত অর্থনীতি পেয়েছি, যা ১৬ বছর ধরে ভয়ানক এক টর্নেডোর মধ্যে ছিল। এখন আমাদের কাজ হচ্ছে সেই ধ্বংসস্তূপ থেকে অর্থনীতিকে পুনর্গঠন করা।"
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, "যদি গত বছরের একই সময়ের সঙ্গে তুলনা করা হয়, তাহলে পরিস্থিতি ভালো আছে। তবে আমরা কোনো আদর্শ রাষ্ট্র পাইনি, এটি একটি দীর্ঘমেয়াদি সংকটের ধারাবাহিকতা।"
আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, "দেশে আদালত, আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। যদি কোনো হামলা বা হুমকি হয়ে থাকে, তারা থানায় গিয়ে অভিযোগ জানাতে পারে।"
ট্রাম্প প্রশাসনের বিদেশি সহায়তা কমানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এটি তাদের সিদ্ধান্ত। তবে আমরা এমনিতেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিলাম। বিদেশি সহায়তা কমলেও আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।"
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ২০২৩ সালে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল। এর ঘাটতি পূরণ প্রসঙ্গে ড. ইউনূস আশাবাদী যে, সরকার এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে।