নারীর প্রতি সহিংসতা রোধে কঠোর অবস্থানের ঘোষণা প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০১:৩৩ পিএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সম্প্রতি নারীদের ওপর সহিংসতার ঘটনা গভীর উদ্বেগজনক। এটি ‘নতুন বাংলাদেশ’-এর স্বপ্নের সম্পূর্ণ বিপরীত। তিনি নারী-পুরুষ সমান অধিকারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘অদম্য নারী পুরস্কার’ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের অসাধারণ সাহসিকতা দেশের জন্য অনন্য দৃষ্টান্ত। তবুও, সমাজে অনেক ক্ষেত্রে নারীরা এখনো পিছিয়ে আছে। তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এসবের মধ্যে রয়েছে— দুঃস্থ মায়েদের আর্থিক সহায়তা, নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা, ক্ষুদ্রঋণ কর্মসূচি, কর্মজীবী নারীদের জন্য হোস্টেল ও ডে কেয়ার সুবিধা।
এছাড়া নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে হটলাইন চালু করা হয়েছে এবং পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ হালনাগাদ ও যৌন হয়রানি প্রতিরোধ আইন, ২০২৫ প্রণয়ন চলছে।
ড. ইউনূস বলেন, নারীবিরোধী শক্তি সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, যা কঠোরভাবে প্রতিহত করা হবে। নারীদের পাশে দাঁড়ানো ছাড়া বৈষম্যহীন ও সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব নয়।
তিনি বলেন, “আমাদের সমাজে নারীকে অবজ্ঞার চোখে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। তা না হলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, পতিত স্বৈরাচার দেশে অরাজকতা সৃষ্টি করতে অর্থ ব্যয় করছে। তাই নারী ও শিশুদের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
নারীদের সংগ্রামের কথা স্মরণ করে ড. ইউনূস বলেন, “বাংলাদেশের নারীরা যুগ যুগ ধরে নিজেদের অধিকার আদায়ে লড়াই করেছে। তেভাগা আন্দোলন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক জুলাই গণ-অভ্যুত্থান—প্রতিটি ক্ষেত্রে নারীরা সাহসিকতার পরিচয় দিয়েছে।”
তিনি বলেন, “আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, নারীদের সমান অধিকার নিশ্চিত করা ছাড়া তা সম্ভব নয়।” তাই পুরুষদেরও নারীদের সহযোদ্ধা হয়ে কাজ করতে হবে।
নারীর ক্ষমতায়ন ও সমাজে তাদের ন্যায্য স্থান প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, “আমরা নতুন বাংলাদেশ গড়বই। নারী-পুরুষ সমান অধিকারের সমাজ গড়াই আমাদের প্রতিজ্ঞা।”
এসময় তিনি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ, বীরাঙ্গনাদের এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান।