Logo
Logo
×

জাতীয়

নারীর প্রতি সহিংসতা সুনিয়ন্ত্রিত পরিকল্পনার অংশ : ধর্ম উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০৯:০১ পিএম

নারীর প্রতি সহিংসতা সুনিয়ন্ত্রিত পরিকল্পনার অংশ : ধর্ম উপদেষ্টা

ছবি : সংগৃহীত

সাম্প্রতিক সময়ে নারীদের প্রতি সহিংসতাগুলো সুনিয়ন্ত্রিত পরিকল্পনার অংশ এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে সংঘটিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার (৯ মার্চ) রাজধানীর কাঁটাবন কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, সরকার একটি নির্দিষ্ট রোডম্যাপ অনুযায়ী কাজ করছে, কিন্তু একটি বিশেষ গোষ্ঠী সেই অগ্রগতিকে ব্যাহত করতে বিভিন্ন সহিংস কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। মাজারে হামলা থেকে শুরু করে শিশু নির্যাতনের মতো ভয়াবহ অপরাধগুলোকেও তিনি ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, নারীরা আমাদের মা, বোন ও কন্যা। সমাজের কোনো দুর্বৃত্ত যদি তাদের অসম্মান করে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সবাইকে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে, ক্ষমতার দখল নিলেই লুটপাটের প্রবণতা যেভাবে দেখা দেয়, তা পরিহারের আহ্বান জানান তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন