Logo
Logo
×

জাতীয়

বিচার ও সংস্কারের বিষয়ে একমত হন, আমরাই নির্বাচন সম্পন্ন করতে সহায়তা করবো : নাহিদ ইসলাম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১০:১৪ পিএম

বিচার ও সংস্কারের বিষয়ে একমত হন, আমরাই নির্বাচন সম্পন্ন করতে সহায়তা করবো : নাহিদ ইসলাম

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বিচার ও সংস্কার প্রশ্নে ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, 'বিচার ও সংস্কারের বিষয়ে একমত হন, আমরাই নির্বাচন সম্পন্ন করতে সহায়তা করবো।'

সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে শহীদ পরিবারের সাথে ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, সরকারকে অবিলম্বে বিচার ও সংস্কারের একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। কতদিনের মধ্যে এবং কীভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হবে, তা জনগণকে জানাতে হবে।

তিনি স্পষ্টভাবে জানান, কোনো কৌশলের মাধ্যমে নির্বাচন বা সংস্কার প্রক্রিয়া পিছিয়ে দেওয়া চলবে না। এনসিপি নির্বাচনের বিপক্ষে নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে দল গঠন করেছে।

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, 'শেখ হাসিনার বিচার ছাড়াই যদি নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হবে না— এর নিশ্চয়তা কী? ৫ আগস্ট জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে।'

তিনি আরও বলেন, সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং বিচার ও সংস্কারের বিষয়ে জনগণকে সুস্পষ্ট বার্তা দিতে হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন