Logo
Logo
×

জাতীয়

রাশিয়ার গ্যাস অনুসন্ধানে প্রধান উপদেষ্টার সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৫:২৭ পিএম

রাশিয়ার গ্যাস অনুসন্ধানে প্রধান উপদেষ্টার সহযোগিতা চাইলেন রাষ্ট্রদূত

ছবি : সংগৃহীত

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি গ্যাজপ্রম ইন্টারন্যাশনালের গ্যাস অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রাখতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সহযোগিতা চেয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন।

মঙ্গলবার (১১ মার্চ) ঢাকার রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎকালে এ অনুরোধ জানান তিনি। রাষ্ট্রদূত উল্লেখ করেন, ২০১২ সাল থেকে গ্যাজপ্রম ইন্টারন্যাশনাল বাংলাদেশে গ্যাস অনুসন্ধানে কাজ করছে এবং ২০২৩ সালে ভোলায় পাঁচটি নতুন কূপ চিহ্নিত করেছে, যেখানে ভবিষ্যতে আরও অনুসন্ধানের পরিকল্পনা রয়েছে।

প্রধান উপদেষ্টা গ্যাজপ্রমের কার্যক্রমের প্রশংসা করেন এবং জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই বিষয়ে কাজ করছে এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করা হবে।

রাষ্ট্রদূত আরও জানান, রাশিয়া ২০২৪ সালে বাংলাদেশে সর্বোচ্চ গম সরবরাহ করেছে, যা মিশরের পর বাংলাদেশকে দ্বিতীয় বৃহত্তম গম আমদানিকারক দেশে পরিণত করেছে। ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে বাংলাদেশে ২.৩ মিলিয়ন টন রাশিয়ান গম আমদানি করা হয়, যার মধ্যে ৬.২৩ লাখ টন সরবরাহ হয় সরকারি পর্যায়ে (G2G) চুক্তির মাধ্যমে।

এছাড়া, বাংলাদেশে ৩০ হাজার টন এমওপি (MOP) সার সরবরাহের পরিকল্পনার কথাও জানানো হয়। বাংলাদেশি নাগরিকদের জন্য রাশিয়ার ভিসা প্রাপ্তির সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলে জানান রাষ্ট্রদূত। ২০২৫ সালের জানুয়ারি-মার্চ সময়ে ইস্যু করা ভিসার সংখ্যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় চার গুণ বৃদ্ধি পেয়েছে।

মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের পাশে থাকার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। এছাড়া বাণিজ্য ও সাধারণ সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় উভয়ের মধ্যে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন