Logo
Logo
×

জাতীয়

মাগুরার সেই শিশুর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০২:৩২ পিএম

মাগুরার সেই শিশুর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ

ছবি : সংগৃহীত

মাগুরায় যৌন নির্যাতনের শিকার আট বছরের শিশুটি আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। এছাড়া আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)-এর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীও শোক প্রকাশ করেছে। তারা শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।

জানা যায়, গত ৬ মার্চ মাগুরা শহরতলির নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় মামলা করেন। মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়। তারা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন এবং আদালত তাদের রিমান্ডে পাঠিয়েছে।

চিকিৎসাধীন অবস্থায় শিশুটির গতকাল চারবার এবং আজ তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। আজ দ্বিতীয়বার কার্ডিয়াক অ্যারেস্টের প্রায় ৩০ মিনিট পর হৃৎস্পন্দন ফিরে এলেও তৃতীয়বার তা আর সম্ভব হয়নি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন