বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের মন্তব্য সার্বভৌমত্বে হস্তক্ষেপ : পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১০:২৪ পিএম

ছবি : সংগৃহীত
সম্প্রতি বাংলাদেশের নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্যকে দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ হিসেবে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বৃহস্পতিবার (১৩ মার্চ) সাপ্তাহিক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন।
তিনি বলেন, “বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের মন্তব্য আমাদের সার্বভৌমত্বে আঘাতের শামিল। আমরা আশা করি, ভারত ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকবে।”
সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি জানান, বিজিবি-বিএসএফ বৈঠকে সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে এবং সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর বিষয়ে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে।
ফারাক্কা চুক্তির আলোকে পানি বণ্টন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, গঙ্গার পানির প্রবাহ কম থাকায় বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছে এবং ভারতকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আসন্ন সফর এ সংকট সমাধানে ভূমিকা রাখতে পারে। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।