ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আরেফিন সিদ্দিক মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১১:৪০ পিএম

অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রখ্যাত অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক (৭১) আর আমাদের মধ্যে নেই। তিনি বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১০টা ৪৫ মিনিটে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১০টা ৪৫ মিনিটে চিকিৎসকরা ড. আরেফিন সিদ্দিকের মৃত্যু নিশ্চিত করেন। জানাজার স্থান সম্পর্কে এখনও সিদ্ধান্ত হয়নি, তবে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল আজিমপুর কবরস্থানে তার বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।
এর আগে, গত ৬ মার্চ দুপুরে, সুস্থ অবস্থায় ব্যাংক থেকে টাকা তোলার পর ঢাকা ক্লাব সংলগ্ন একটি বেকারিতে গিয়ে হঠাৎ পড়ে যান অধ্যাপক আরেফিন সিদ্দিক। তাকে দ্রুত বারডেম হাসপাতাল নিয়ে যাওয়া হলে, সেখানে চিকিৎসকরা জানান, তিনি স্ট্রোক এবং মাথায় আঘাত পেয়েছেন। পরবর্তীতে তার অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং পরে ভেন্টিলেশন দেওয়া হয়।
২০০৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন শুরু করেন এবং ২০১৭ সালে এই পদ থেকে অবসর গ্রহণের পর, আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করেন। ২০২০ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর নেন।