Logo
Logo
×

জাতীয়

অগ্রিম টিকিট বিক্রি শুরু, মাত্র ৫ জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১২:১১ পিএম

অগ্রিম টিকিট বিক্রি শুরু, মাত্র ৫ জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে

ফাইল ছবি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার (১৪ মার্চ) সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ ২৪ মার্চের টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে, দুপুর ২টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদযাত্রার জন্য প্রতিদিন ৩৫,৩১৫টি টিকিট বিক্রি হবে, যা সম্পূর্ণ অনলাইনে পাওয়া যাবে। ১৪ থেকে ২০ মার্চ পর্যন্ত চলবে অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম। চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিটও ইস্যু করা হবে।

পূর্বের তুলনায় এবার ঈদ স্পেশাল ট্রেনের সংখ্যা কমিয়ে ৮-১০ জোড়ার পরিবর্তে মাত্র ৫ জোড়া করা হয়েছে। এগুলো চট্টগ্রাম-চাঁদপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ, ভৈরববাজার-কিশোরগঞ্জ, ময়মনসিংহ-কিশোরগঞ্জ এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে চলবে।

অতিরিক্ত যাত্রী চাপ সামলাতে ৪৪টি যাত্রীবাহী কোচ ও ১৯টি নতুন লোকোমোটিভ যুক্ত করা হবে। এছাড়া ২৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে, তবে ঈদের দিনে কোনো আন্তঃনগর ট্রেন চলবে না।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন