Logo
Logo
×

জাতীয়

অবরুদ্ধ পুলিশ সদস্যদের হেলিকপ্টার নিয়ে উদ্ধার করেছে র‌্যাব

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৪:০৮ পিএম

অবরুদ্ধ পুলিশ সদস্যদের হেলিকপ্টার নিয়ে উদ্ধার করেছে র‌্যাব

ছবি : সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘিরে উত্তাল সারা দেশ। সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দফায় দফায় চলছে সংঘর্ষ।

এরিমধ্যে মেরুল বাড্ডার কানাডিয়ান ইউনিভার্সিটিতে ৩ ঘণ্টা ধরে পুলিশকে অবরুদ্ধ করে রাখেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে একটি হেলিকপ্টার নিয়ে এসে আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে যায় র‌্যাব।

প্রথমে কয়েকজনকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর হেলিকপ্টারটি আবারো টহল দিচ্ছে। ধারণা করা হচ্ছে আটকে পড়া সবাইকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

 

আন্দোলনকারীদের একজন ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির খালিদ গণমাধ্যমকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা বাড্ডা-রামপুরা সড়ক অবরোধ করে অবস্থান নেয়। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে ছাত্রদের ওপর টিয়ার শেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। কয়েক ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে আন্দোলনকারীদের সঙ্গে।

এরপর শিক্ষার্থীরা ধাওয়া দিলে পুলিশ সদস্যরা আত্ম রক্ষার্থে কানাডিয়ান ইউনিভার্সিটি ভেতরে অবস্থান নেয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা এসময় পুলিশকে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে র‌্যাব হেলিকপ্টার নয়ে উড়ে এসে তাদেরকে উদ্ধার করে নে যায়। কুড়িল থেকে রামপুরা সড়ক এখন শিক্ষার্থীদের দখলে রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন