Logo
Logo
×

রাজনীতি

তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহার

Icon

মাদারীপুর প্রতি‌নি‌ধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩২ পিএম

তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

মাদারীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মানহানির মামলা বাদী প্রত্যাহার করে নিয়েছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামিনুর রহমান মিঠু।  

গত ১৩ আগস্ট তারেক রহমানকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়। তবে বিষয়টি নিয়ে শনিবার দুপুরে গণমাধ্যমে জানান বিএনপির নেতাকর্মীরা।

জামিনুর রহমান মিঠু জানান, রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মাদারীপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক বাবুল আকতার ২০১৪ সালের ২২ ডিসেম্বর মানহানির মামলা করেন। মামলার বাদী বাবুল আকতার নিজে গত ৭ আগস্ট মাদারীপুর জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেন। মাদারীপুর জেলা আইনজীবী ফোরাম সাধারণ সম্পাদক গোলজার আহমেদ চিশতি আদালতে এর শুনানি করেন। গত ১৩ আগস্ট মামলাটি প্রত্যাহারের অনুমতি দেন। মামলাটি খারিজ করে দেন মাদারীপুর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী।

তিনি বলেন, বিষয়টি আগে জানাজানি না হলেও শনিবার গণমাধ্যমে জানানো হয়। এখন আর মাদারীপুর জেলায় তারেক রহমানের বিরুদ্ধে কোনো মামলা নেই বলে জানান তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন