Logo
Logo
×

রাজনীতি

দিল্লিতে নেই, কোথায় রয়েছেন শেখ হাসিনা?

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৫ পিএম

দিল্লিতে নেই, কোথায় রয়েছেন শেখ হাসিনা?

ছবি : সংগৃহীত

সেনা অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন পদচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের রাজধানী দিল্লির এক গোপন ঘাঁটিতে তিনি রয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছিল। যদিও ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। কিন্তু শেখ হাসিনার অবস্থান নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে।

গত বৃহস্পতিবার এক অডিও রেকর্ডিং ফাঁস হয়েছে। তাতে খোদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দাবি করেছেন তিনি বাংলাদেশের কাছাকাছি রয়েছেন, যাতে অতি দ্রুত দেশে প্রবেশ পারেন। যদিও বাংলাদেশের কাছাকাছি কোন জায়গায় রয়েছেন, তা নিয়ে কিছু জানাননি। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দাবি, সম্ভবত ফের দিল্লি থেকে বাংলাদেশ সীমান্তবর্তী আগরতলাতেই শেখ হাসিনা ঘাঁটি গেড়েছেন। ইতিমধ্যেই ভারতে থাকা নিজেদের নেটওয়ার্ককে কাজে লাগিয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জোগাড় করার কাজ শুরু হয়েছে।

গত ৫ আগস্ট সেনা অভ্যুত্থানের মুখে পড়ে বাংলাদেশ বায়ু সেনার বিশেষ হেলিকপ্টারে চেপে ঢাকা থেকে প্রথমে আগরতলায় পৌঁছন শেখ হাসিনা। তার পরে বিশেষ বিমানে পৌঁছন রাজধানী দিল্লির উপকণ্ঠে থাকা গাজিয়াবাদের হিল্ডন বায়ুসেনা ঘাঁটিতে। এশিয়ার বৃহত্তম সেনা ঘাঁটিতে থাকা ভারতীয় গোয়েন্দা সংস্থার 'সেফ হাউজে' শেখ হাসিনাকে প্রথমে আশ্রয় দেয়া হয়। 

সেখানেই হাসিনার সঙ্গে দফায় দফায় বৈঠক করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও 'র' প্রধান। বেশ কয়েকদিন বাদে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে শেখ হাসিনাকে দক্ষিণ দিল্লিতে থাকা ভারতীয় গোয়েন্দা সংস্থার এক সুরক্ষিত আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছিল। ৫  আগস্ট বিনা ভিসাতেই বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিলেন শেখ হাসিনা। 

নিয়মানুযায়ী, আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বিনা ভিসাতেই ভারতে থাকতে পারবেন। তার পরে কী হবে, তা নিয়ে নানা জল্পনা চলছে। শেখ হাসিনার ভবিষ্যত ঠাঁই নিয়ে জল্পনা যখন তুঙ্গে ঠিক তখনই এক অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। ওই অডিও ক্লিপে শোনা গেছে, মার্কিন প্রবাসী আওয়ামী লীগ নেতা তানভীর কায়সার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে বলেন- আপা বাংলাদেশে একটা নিউজ আসছে, আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করছে হেলিকপ্টারে করে। 

ওই কথা শুনে হাসিনা অবাক হয়ে প্রশ্ন করেন-হেলিকপ্টার দিয়ে? কোন দেশের হেলিকপ্টার? ছবি পাঠাইও দেখবোনে। কি একটা আজগুবি কথা বলে ওরা। আমি দেশের খুব কাছাকাছি আছি। অতদূরে নাই। আমি খুব কাছাকাছিই আছি, যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি। ওই অডিও ক্লিপ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন