Logo
Logo
×

রাজনীতি

আওয়ামী লীগের সাবেক এমপি রায়হান গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫১ পিএম

আওয়ামী লীগের সাবেক এমপি রায়হান গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

রাজশাহীর চারঘাটে আওয়ামী লীগের সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রায়হানুল হককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে চারঘাট বাজার থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

রায়হানুল হকের বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি হত্যা মামলা রয়েছে, এ কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। চারঘাট মডেল থানার ওসি আফজাল হোসেন এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের নেতৃত্বে গণতন্ত্র দিবস উপলক্ষে একটি কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় বিএনপি কর্মী মজির উদ্দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। দীর্ঘদিন ধরে নিহতের পরিবার এই হত্যার ঘটনায় মামলা করতে পারেনি।

তবে চলতি বছরের ৫ সেপ্টেম্বর নিহত মজির উদ্দিনের স্ত্রী মাসুদা বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, চারঘাট-বাঘার সাবেক এমপি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এবং সাবেক এমপি আলহাজ্ব রায়হানুল হকসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় এজাহার নামীয় আসামি রায়হানুল হককে শনিবার চারঘাট বাজার থেকে গ্রেপ্তার করে চারঘাট মডেল থানা পুলিশ।

চারঘাট-বাঘার সার্কেল এএসপি প্রণব কুমার বলেন, ‘রায়হানুল হককে আপাতত পুঠিয়া থানার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে, সেসব মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হবে।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন