Logo
Logo
×

রাজনীতি

তারেক রহমান কবে দেশে ফিরবেন, জানালেন দলের আইনজীবী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১২:৪৪ এএম

তারেক রহমান কবে দেশে ফিরবেন, জানালেন দলের আইনজীবী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যথাসময়ে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার (৬ অক্টোবর) ঢাকার একটি অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

কায়সার কামাল বলেন, তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো আইনিভাবেই মোকাবিলা করা হবে। দেশের আইন ও বিচারব্যবস্থার প্রতি তার অগাধ আস্থা রয়েছে। তাই সব আইনি প্রক্রিয়া শেষে যথাসময়ে তিনি দেশে ফিরবেন।

প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর নির্বাহী আদেশে মুক্তি পেয়েছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও দলের অধিকাংশ নেতাকর্মী। তবে তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলাগুলো এখনও প্রত্যাহার করা হয়নি। এই কারণে তিনি এখনো দেশে ফিরতে পারেননি।

এদিকে বিএনপি সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে রাজনীতিকরণ করার অভিযোগে হাইকোর্টের কিছু বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে। কায়সার কামাল বলেন, বিচার বিভাগের কোনো অংশ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে পারে না। যেসব বিচারপতি কোড অব কন্ডাক্ট লঙ্ঘন করেছেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে আমরা আশা করি।

তিনি বলেন, বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সব ধরনের আইনি প্রক্রিয়া মেনে রাজনীতি করতে চায়। আমরা বিশ্বাস করি, তারেক রহমানের বিরুদ্ধে হওয়া মামলাগুলোর সুষ্ঠু বিচার হবে এবং এর পরিপ্রেক্ষিতে তিনি দ্রুত দেশে ফিরবেন।

বিএনপির এ আইনজীবী বলেন, আমরা আইনের শাসনের পক্ষে এবং বিচার বিভাগের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।

এ সময় তিনি হাইকোর্টের বিচারকদের বিরুদ্ধে অভিযোগের প্রসঙ্গে বলেন, যারা আইনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং রাজনীতিকরণে জড়িয়েছেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আমরা আশাবাদী। বিচার বিভাগের নিরপেক্ষতা ও নৈতিকতার সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা এর প্রতি গুরুত্বারোপ করছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন