Logo
Logo
×

রাজনীতি

শেখ হাসিনার পতনের পর ইসকনের আন্দোলন পক্ষপাতমূলক: নজরুল ইসলাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৩৯ পিএম

শেখ হাসিনার পতনের পর ইসকনের আন্দোলন পক্ষপাতমূলক: নজরুল ইসলাম

শেখ হাসিনার পতনের পর ইসকনের আন্দোলন পক্ষপাতমূলক: নজরুল ইসলাম

শেখ হাসিনার পতনের পরই ইসকনের আন্দোলন ও ভারতের বিবৃতি পক্ষপাতমূলক— এমন অভিযোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের আলোচনায় যোগ দিয়ে তিনি এ অভিযোগ করেন।

নজরুল ইসলাম খান বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ রক্ষার মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে অশুভ শক্তি মোকাবেলা করতে হবে। প্রতিপক্ষকে দুর্বল ভাবলে ভুল হবে বলেও মন্তব্য করেন তিনি।

নজরুল ইসলাম আরও বলেন, পতিত স্বৈরাচার নানা কৌশলে বিশৃঙ্খলার চেষ্টা করছে। ইসকন ইস্যুতে বিবৃতি দেয়ায় ভারতেরও সমালোচনা করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন