আরেক মামলায় অব্যাহতি পেলেন তারেক রহমান
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তার বিরুদ্ধে দায়েরকৃত মানহানির মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালতের বিচারক।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট মুখ্য বিচারিক হাকিম (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) শ্যাম সুন্দর রায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীদের উপস্থিতিতে এ রায় ঘোষণ করেন।
ওই আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এটিএম মোজাহিদ মনা বিষয়টি নিশ্চিত করেছেন।
রায় ঘোষণার সময় জেলা বিএনপির নেতারাসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রায়ের পর বিএনপির নেতাকর্মী ও আইনজীবীরা আনন্দ মিছিল করেছেন।
তারেক রহমানকে একমাত্র আসামি করে মামলাটি করেছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জয়পুরহাট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ওরফে রেজা।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২২ ডিসেম্বর জয়পুরহাট জেলা ছাত্রলীগের (বর্তমান নিষিদ্ধ ঘোষিত) সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ওরফে রেজা জয়পুরহাট জ্যেষ্ঠ আমলি আদালতের বিচারক মো. তাজুল ইসলামের আদালতে একটি পিটিশন কেস দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, ২০১৪ সালে তারেক রহমান লন্ডনে বিএনপি আয়োজিত একটি আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার ও পাকবন্ধু বলে কটূক্তি করে। যা বাংলাদেশের বহুল প্রচারিত একটি জাতীয় দৈনিকে সংবাদটি প্রকাশিত হয়। এতে তারেক রহমান দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এতে বাদি আবু বক্কর সিদ্দিক রেজার এক কোটি টাকার সম্মানহানি হয়েছে।
বিচারিক আদালতের বিচারক তাজুল ইসলাম মিয়া মামলাটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানার ওসিকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সদর থানার এসআই মোখলেছুর রহমান মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ৩০ নভেম্বর এনজিআর মামলা হিসেবে তারেক রহমানের বিরুদ্ধে আদালতে রিপোর্ট দেন। মামলায় বাদি রেজা ও তদন্ত কর্মকর্তা ওই সময়ের ওই জাতীয় দৈনিকে তারেক রহমানের যে বক্তব্যের যে খবর ছাপা হয়েছিল বলে বাদী দাবি করেছিল সেই পত্রিকাটি আদালতে মামলার প্রমাণ সাপেক্ষে দাখিল করা হয়নি। এছাড়াও বাদী মামলাটি দায়ের করার পর থেকে আদালতে কোনো হাজিরা দেননি।
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সরকারি কৌঁসুলি (পিপি) শাহনুর রহমান শাহিন বলেন, বাদী মামলা করে দীর্ঘ দিন থেকে অনুপস্থিত এবং মানহানি সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ আদালতে দাখিল করতে না পারায় মিথ্যা হয়রানিমূলক মামলাটি ন্যায় বিচারের স্বার্থে আদালতের বিজ্ঞ বিচারক তারেক রহমানকে মানহানির মামলা থেকে অব্যাহত দিয়েছেন।