Logo
Logo
×

রাজনীতি

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:১৭ পিএম

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, "যদি গোয়েন্দা সংস্থাগুলো নির্বাচিত প্রার্থীদের নির্ধারণ করে দেয়, তাহলে জনগণের আত্মত্যাগের কী মূল্য থাকবে?"

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, "গণতান্ত্রিক দেশ হওয়া সত্ত্বেও ভারত কিভাবে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে? পরিকল্পিতভাবে ভারত বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে এবং শেখ হাসিনার মাধ্যমে তাদের নীতিগুলো বাস্তবায়নের চেষ্টা করেছে। শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর, পরিবর্তিত সরকারকে সবাই স্বীকৃতি দিলেও ভারত তা দেয়নি।"

তিনি আরও বলেন, "শেখ হাসিনার দমননীতির বিরুদ্ধে বিএনপিসহ অনেক দল আত্মত্যাগ করেছে, যা অস্বীকার করা সম্ভব নয়। তবে সরকারের অভ্যন্তরে বিএনপিকে ভাঙার কিছু প্রচেষ্টা চলছে কি না, তা নিয়ে জনগণের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে।"

সাইবার সুরক্ষা আইনের সমালোচনা করে তিনি বলেন, "আওয়ামী লীগের তৈরি আইনের সঙ্গে নতুন সাইবার সুরক্ষা আইন আসলে কোনো পার্থক্য নেই। এই আইনের মাধ্যমে জনস্বার্থ রক্ষার কোনো আশার আলো দেখা যাচ্ছে না।" এছাড়া, সচিবালয়ে আগুন লাগার ঘটনায় সরকারের ভূমিকা এবং গুরুত্বপূর্ণ নথি চাওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন রিজভী।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন