Logo
Logo
×

রাজনীতি

বিএনপির গুচ্ছ কর্মসূচি

জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:৩৬ এএম

জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ

জিয়াউর রহমান। ফাইল ছবি

বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৯তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। এ উপলক্ষে ররিবার (১৯ জানুয়ারি) তার প্রতিষ্ঠিত দল বিএনপি একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে।

প্রতিষ্ঠাতা স্মরণে কর্মসূচি:

প্রথম প্রহরে (রাত ১২টা), ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কমলাপুর রেলওয়ে স্টেশনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

সকাল সাড়ে ৯টায় শেরে বাংলা নগরের শহীদ জিয়ার কবরে দোয়া ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।

বিকেল ৪টায় জিয়াউর রহমানের জন্মস্থান বাগবাড়িতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, যেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

২০ জানুয়ারি মৌলভীবাজারের সদর থানার একাটুনা ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং শীতার্ত ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাণীতে বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের প্রবক্তা শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তার আত্মার মাগফিরাত কামনা করি।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান দেশের প্রতিটি সংকটময় সময়ে দিশারির ভূমিকা পালন করেছেন। ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের পর তিনি সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন এবং ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন।

মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার পরের দুঃসময় ও অরাজক পরিস্থিতিতে জিয়াউর রহমান দায়িত্ব নিয়ে জাতিকে গণতন্ত্র ও সুশাসনের পথে এগিয়ে নেন। তার শাসনামলে বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং বহুদলীয় গণতন্ত্রের পুনর্জন্ম ঘটে। কৃষি, শিল্প, ও সেচ ব্যবস্থার আধুনিকীকরণে তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন।

ফখরুল বলেন, দেশের স্বার্থবিরোধী ষড়যন্ত্রকারীরা জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করে। তবে তার এই আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ করে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তার ডাকনাম ছিল কমল। আজকের দিনটি বিএনপির জন্য স্মরণীয় ও অনুপ্রেরণার।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন