Logo
Logo
×

রাজনীতি

অবিলম্বে জাতীয় সরকার গঠনের দাবি নুরুল হক নুরের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৯:৪০ পিএম

অবিলম্বে জাতীয় সরকার গঠনের দাবি নুরুল হক নুরের

ছবি : সংগৃহীত

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, জাতীয় সরকারের প্রয়োজন রয়েছে এবং অবিলম্বে জাতীয় সরকার গঠন করতে হবে। যেসব দল জাতীয় সরকারে আসবে না, তাদের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। শনিবার (২৫ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, দেশে গণহত্যা চালিয়ে আওয়ামী লীগের রাঘব বোয়ালরা নিরাপদে পালিয়ে গেছে এবং সরকার বিষয়টি দেখেও চুপ ছিল। দলটির দোসরদের সাথে এমন আঁতাত জনগণ মানবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কোনো রাজনৈতিক দলই কাজ করছে না। দলটির প্রশ্নে রাজনৈতিক দলগুলোর অবস্থান পরিষ্কার করতে হবে।

নুরুল হক নুর আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে ঘিরে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। উপদেষ্টাদের কেউ কেউ দেশের অন্যতম ভূমিদস্যু গ্রুপের সাথে বৈঠক করেছে। আবার ছাত্র-সমন্বকরা এলাকায় গিয়ে শোডাউন দিচ্ছে এবং উপদেষ্টারা সংবর্ধনা নিচ্ছে। এটি ভালো নজির নয়।

ওয়ান ইলেভেন প্রসঙ্গে তিনি বলেন, দেশের জনগণ ও বিএনপি ওয়ান ইলেভেনের সবচেয়ে বড় ভুক্তভোগী। তাহলে দলটি কেন আবার ১/১১ চাইবে? উপদেষ্টা কয়েকজন এক এগারো চায় বলেও মন্তব্য করেন তিনি।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ক্ষমতার চেয়ারে বসে রাজনৈতিক দল গঠন করা যাবে না। নতুন দল গঠনে প্রধান উপদেষ্টা মদদ দিচ্ছে বলে মনে হচ্ছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে তার অবস্থান পরিষ্কার করতে হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন