ঝালকাঠির দুটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩০ পিএম

ছবি : সংগৃহীত
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির দুটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযেম হোসাইন হেলাল আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
জামায়াতের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী— ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে প্রার্থী হয়েছেন অধ্যাপক ডা. মাওলানা হেমায়েত উদ্দিন ও ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেখ নেয়ামুল করিম।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দেশব্যাপী সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় বিভিন্ন জেলায় প্রার্থী ঘোষণা করা হচ্ছে।