পাবনা কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৬ পিএম

ছবি : সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা জাকারিয়া পিন্টুসহ তিন নেতাকর্মী কারামুক্তি পেয়েছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা জেলা কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়। মুক্তির মুহূর্তে জেল গেটে নেতাকর্মীদের উচ্ছ্বাস, ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদ্য মুক্তি পাওয়া নেতা জাকারিয়া পিন্টু।
বক্তারা দাবি করেন, সরকারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাজা ভোগ করতে হয়েছে এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে তারা মুক্তি পেয়েছেন। দলকে সুসংগঠিত করে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান নেতারা।
পরে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা অংশ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন।
শোভাযাত্রাটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাছপাড়া, টেবুনিয়া ও দাশুরিয়া হয়ে ঈশ্বরদীতে গিয়ে শেষ হয়।