Logo
Logo
×

রাজনীতি

ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করছে: শিবির সভাপতি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৯ পিএম

ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করছে: শিবির সভাপতি

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম মন্তব্য করেছেন, ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করছে। তিনি বলেন, ছাত্রলীগের নিষিদ্ধ হওয়ার পর ছাত্রদল তাদের বিপথগামী কর্মকাণ্ড অনুসরণ করছে, যা ছাত্র রাজনীতি ও শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ছাত্রসংগঠনগুলোর আধিপত্যবাদ, সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি, দখলদারি ও সহিংসতা শিক্ষার্থীদের মধ্যে রাজনীতি বিমুখতা সৃষ্টি করছে। এসব কর্মকাণ্ডের ফলে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, ছাত্রদল বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রশিবিরসহ অন্যান্য ছাত্রসংগঠনকে দমন করার চেষ্টা করছে এবং হামলা চালিয়ে তার দায় শিবিরের ওপর চাপিয়ে দিচ্ছে। এমন ঘটনা পূর্বে নিষিদ্ধ ছাত্রলীগের দ্বারা ঘটেছিল।

শিবির সভাপতি বলেন, ছাত্রদলের নেতারা কিছু ঘটনার সঙ্গে ছাত্রশিবিরকে জড়ানোর চেষ্টা করছে, যদিও প্রকৃত ঘটনা উন্মোচিত হওয়ার পর তা প্রমাণিত হয়েছে যে ছাত্রশিবির এসব ঘটনার সঙ্গে জড়িত নয়।

তিনি সরকারের কাছে দাবি জানান, অপরাধী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। এছাড়া সাম্প্রতিক ধর্ষণ এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে আহ্বান জানান।

শিবির সভাপতি ধর্মীয় অনুভূতিতে আঘাত করা গোষ্ঠীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি সব ছাত্রসংগঠনকে কল্যাণমুখী ও সহিংসতা বিরোধী রাজনীতি করার আহ্বান জানান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন