Logo
Logo
×

রাজনীতি

স্মৃতিসৌধ ও বধ্যভূমিতে শ্রদ্ধা জানিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করবে এনসিপি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১০:৪০ পিএম

স্মৃতিসৌধ ও বধ্যভূমিতে শ্রদ্ধা জানিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আগামীকাল মঙ্গলবার (৪ মার্চ) সকালে দলটির নেতাকর্মীরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর সকাল ১০টায় রায়েরবাজারে শহীদদের কবরে জেয়ারত করবেন তারা।

এদিন দুপুর ৩টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সোমবার (৩ মার্চ) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সংগঠনের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির সদস্যরা উভয় কর্মসূচিতে অংশ নেবেন।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি মানিক মিয়া অ্যাভিনিউতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে এনসিপি। এরপর ২১৭ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। দলটির নেতাদের মতে, চারটি গুরুত্বপূর্ণ বিষয়কে প্রাধান্য দিয়ে তারা সংগঠনের কার্যক্রম বিস্তারের পরিকল্পনা গ্রহণ করেছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন