Logo
Logo
×

রাজনীতি

নিবন্ধনের শর্ত পূরণ করে দ্রুত এগোবে এনসিপি: নাহিদ ইসলাম

Icon

সাভার প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১১:০৩ এএম

নিবন্ধনের শর্ত পূরণ করে দ্রুত এগোবে এনসিপি: নাহিদ ইসলাম

জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলছেন নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন পেতে প্রয়োজনীয় শর্তগুলো দ্রুত পূরণ করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। এই কর্মসূচির মধ্য দিয়ে এনসিপি তাদের রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করে।

নাহিদ ইসলাম বলেন, পুরোনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। শুধু সরকার পরিবর্তনের মাধ্যমে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। নতুন প্রজাতন্ত্র গড়তে গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রণয়ন প্রয়োজন। মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে এনসিপি কাজ করবে।

তিনি আরও বলেন, নিবন্ধনের শর্ত পূরণ করে দ্রুত এগোবো। গঠনতন্ত্র প্রণয়নের কাজও চলছে।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, স্বাধীনতার মূলমন্ত্র এখনও বাস্তবায়িত হয়নি। এনসিপি এই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ এবং ডান-বামের বাইনারির বাইরে থেকে মধ্যপন্থি দল হিসেবে কার্যক্রম পরিচালনা করবে।

এসময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন