নারী নির্যাতন ও হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৪:৫৪ পিএম

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে নারী নির্যাতন ও হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন।
শুক্রবার (৭ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, "দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারীরা পুরুষদের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীদের অগ্রগতি অত্যন্ত প্রশংসনীয়।"
তিনি উল্লেখ করেন, "নারীরা শুধু দেশে নয়, বিদেশেও প্রশংসনীয় অবদান রেখে দেশের সুনাম বৃদ্ধি করছেন। তবে সাম্প্রতিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে ছাত্রী ও নারী শ্রমিকদের হেনস্তা এবং নির্যাতনের ঘটনা বেড়ে গেছে। ধর্ষণ ও সহিংসতার মাধ্যমে নারীদের হত্যা করা হচ্ছে, যা উদ্বেগজনক।"
সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, "আওয়ামী সরকার নারী নির্যাতনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়নি। বিচারহীনতার কারণে নির্যাতনকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের হয়রানির ঘটনা বাড়ছে, যা সমাজের জন্য বিপজ্জনক।"
নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, "নারীদের সম্মান ও স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব, যা সংবিধানে স্বীকৃত অধিকার। দেশের চলমান নৈরাজ্যকর পরিস্থিতিতে জনগণ চরম উদ্বিগ্ন। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।"
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "নারী নির্যাতনসহ সব ধরনের অস্থিরতা কঠোরভাবে দমন করে দেশে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা করতে হবে।"